নারায়ণগঞ্জে গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে বরিশালে শোক র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা দক্ষিন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইছাহাক সরকার। বক্তব্য রাখেন দক্ষিন জেলা যুবদল সাধারন সম্পাদক এএইচএম তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিকলু ও সদস্য সচিব গোলাম মোর্শেদ মামুনসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে যুবদলের একটি শোক র্যালি সদর রোড, হেমায়েত উদ্দিন রোড, চকবাজার এবং কাঠপট্টি হয়ে ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্তরে সমাবেশস্থলে জড়ো হয়।
যুবদলের কর্মসূচি উপলক্ষ্যে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এএ