২৮ সেপ্টেম্বর, ২০২২ ২০:০৭

কদমতলী থানা আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

কদমতলী থানা আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্মদিন আজ। এই উপলক্ষে কদমতলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আর বাদ আসর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। 

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ড. আওলাদ হোসেন। তিনি বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বর্তমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর তীরে গিমাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশ সরকারের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মমতাময়ী এবং মানবকল্যাণে ব্রতী এক অনন্য দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক তিনি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মুফতী, ঢাকা জেলা পরিষদ সদস্য আলমগীর হোসেন, মো. আহসানউল্লাহ, রোখসানা বেগম পারুল, শহিদ মাহমুদ হেমী, ইকবাল হোসেন চৌধুরী, শামসুল আলম, জাহাঙ্গীর খানসহ ঢাকা-৪ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর