রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় ছুরিকাঘাত করে শিপন (১৫) নামে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শিপন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার মো. মুজিবুর রহমানের সন্তান। বর্তমানে সে পরিবারের সঙ্গে গ্রীনরোডে স্টাফ কোয়াটারে থাকতো এবং একটি দোকানে কাজ করতো।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, রাতে কাঠালবাগান বাজার মসজিদ গলি এলাকায় স্বাধীন নামে এক কিশোর শিপনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে মারা যায় শিপন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি পুলিশ এখনও জানতে পারেনি।
বিডি-প্রতিদিন/শফিক