রাজধানীর কাঁঠালবাগানে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম শিপন মিয়া। শিপনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। অভিযুক্ত কিশোরের নাম স্বাধীন।
বৃহস্পতিবার রাতে কাঁঠালবাগান মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে কলাবাগান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নারগিস আক্তার ঝরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।’
শিপনের বাবা মজিবুর মিয়ার অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিপনকে স্বাধীন নামের স্থানীয় এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। রাত ১০টার পর তার কাছে খবর আসে শিপনকে কুপিয়েছে স্বাধীন। রক্তাক্ত অবস্থায় শিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে মারা যায় শিপন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন