রাজধানীর নয়াপল্টনে সাদা পোশাক পরে পদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যার দিকে এ বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. শামীম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি তিতুমীর কলেজসহ ঢাকার বিভিন্ন ইউনিটের পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কাকরাইল নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন