৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৯

টঙ্গীতে ছিনতাই চক্রের মূলহোতা জয়সহ আটক ৭

অনলাইন ডেস্ক

টঙ্গীতে ছিনতাই চক্রের মূলহোতা জয়সহ আটক ৭

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা জয়সহ (২২) ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। মঙ্গলবার (০৪ অক্টোবর) রাত থেকে বুধবার (০৫ অক্টোবর) সকাল পর্যন্ত টঙ্গী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক অন্যরা হলেন মো. লিটন (২৫), বিজয় হোসেন (২০), মো. সালমান হোসেন (২২), সালমান হোসেন সাগর (২২), মো. নবীন হোসেন চঞ্চল (২৫) ও মো. রফিক (৩০)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি এন্টিকাটার ব্লেড, ২টি স্পেয়ার ব্লেড ও ২টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন বাড়ছে। পূজা উপলক্ষে ঢাকা থেকে গ্রাম অভিমুখে আবার গ্রাম থেকে ঢাকা অভিমুকে যাত্রী ও পথচারীদের যাতায়াত বেড়ে যায়। এই সুযোগে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ পথচারীদের সর্বস্ব ছিনতাই করছে।  

তিনি বলেন, ছিনতাইকারীরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ অভিযান পরিচালান করে ৭ জনকে গ্রেফতার করে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর