রংপুরে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, বিআরটিএ, এবং সড়ক ও জনপথ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘সড়ক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে সারা দেশের মতো রংপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক বিভাগ) আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগম।
আলোচনায় অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন আইন, বিভিন্ন সময়ে গৃহীত উল্লেখ্যযোগ্য পদক্ষেপ ও আইন প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। পরে বর্ণাঢ্য র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল