বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ শ্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মো. শাহ আলমসহ বাস-মিনিবাস এর মালিক-শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সড়ক-মহাসড়কে চলমান নানা সংকট তুলে ধরেন। নিরাপদ সড়ক গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় সভায়।
এর আগে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল