ব্রাহ্মণবাড়িয়া থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশ। রবিবার দুপুরে কাটাখালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান শিশু দুটিকে বাবা-মার হাতে তুলে দেন।
নিখোঁজ শিশুরা হলো- উসমান গণি (৮) ও মো. ইব্রাহিম (৮)। ওসমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভাদুঘরের মো. বাসেদের ছেলে এবং ইব্রাহিম সরাইল থানার কাজীপাড়ার মো. দুলালের ছেলে।
নগর পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান রূপসীডাঙ্গা এলাকার মো. উজ্জল হোসেন হরিয়ান প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি শিশুকে ঘোরাফেরা করতে দেখেন। উজ্জল হোসেন শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো ঠিকানা বলতে পারে না। পরে তিনি বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানান। ৯৯৯-এর ফোন পেয়ে কাটাখালী থানার এএসআই মেজবাহুল হক ও তার টিম সেখানে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর এসআই মিজানুর রহমান শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠান।
হারিয়ে যাওয়া শিশু উসমানের বাবা জানান, তিনি গত ২০ অক্টোবর বাড়ি থেকে কাজের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ পর শিশু উসমানও তাকে অনুসরণ করে বাড়ি হতে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসে। সেখানে অপর শিশু ইব্রাহিমের সঙ্গে তার পরিচয় হয়। তারা দুইজন একসঙ্গে ট্রেনে উঠে কমলাপুর রেল স্টেশনে নামে। আবার তারা বাড়ি ফেরার জন্য ভুল করে রাজশাহীর ট্রেনে উঠে রাজশাহী চলে আসে। পুলিশ উসমানের মাধ্যমে তার ঠিকানা সংগ্রহ করে জানালে, তিনি এসে তার ছেলেকে গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত