ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বর্ষণ শুরু হয়েছে। টানা ভারি বর্ষণে খুলনার জনজীবন স্থবির হয়ে পড়ছে। ঘর থেকে বাইরে বের হলেই দুর্ভোগের শেষ নেই। খুলনা মহানগরীতে চলমান ড্রেন উন্নয়ন কাজের কারণে বৃষ্টির পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে, খুলনার নদ-নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানির চাপ। ইতোমধ্যে উপকূলীয় উপজেলা কয়রার সাতবাড়িয়া নদীর বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।
উপকূলের কপোতাক্ষ নদ ও সাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের চাপে সাতবাড়িয়া নদীর হরিনখোলা বেড়িবাঁধে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। দুপুরের জোয়ারের আগে বাঁধ মেরামত করতে না পারলে দেরি করে চাষ করা আমন ফসল, ঘরবাড়ি সব আবার নোনা পানিতে প্লাবিত হবে।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু জানান, হরিনখোলা এলাকার বাঁধ মেরামত করার জন্য চেষ্টা চলছে। উপজেলার আরও কয়েকটি এলাকার বেড়িবাঁধ খুব ঝুঁকিপূর্ণ। সবাইকে বাঁধগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন