জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপির সাথে জাতীয় পার্টির জোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনের কাছাকাছি সময় পরিস্থিতি দেখে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে বিএনপির সাথে জোট বাধার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সরকারকে মেগা প্রকল্প বন্ধ করে টাকার সংস্থান করার পরামর্শ দিয়ে জিএম কাদের বলেন, আগামীতে দেশে খাদ্য সংকট হতে পারে। তাই দুর্ভিক্ষের হাত থেকে জনগণকে রক্ষার জন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে। দেশে যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে, তাই দুর্ভিক্ষে দেশে বিপর্যয় ঘটতে পারে বলে আমরা শঙ্কা করছি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জনগণ যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সেলক্ষ্যে আমরা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের মহার্ঘ্য ভাতা চালু ও সাধারণ মানুষের জন্য রেশনিং পদ্ধতির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে দিতে সরকারের কাছে প্রস্তাব করেছিলাম।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণে কারচুপি, সরকারি দলের প্রভাব বিস্তার, রেজাল্ট ছিনতাই নিয়ে আমরা যে শঙ্কা করেছিলাম তা আমরা নিজেরা, প্রার্থীদের এবং দেশবাসীকে দেখিয়েছি। ইভিএম দিয়ে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব নয়, এটি খোদ নির্বাচন কমিশনই স্বীকার করেছে। ভবিষ্যতে সরকারের বিপক্ষে কথা বলতে গেলে আমরা এসব তথ্য-প্রমাণ তুলে ধরতে পারবো।
জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া নেতা মসিউর রহমান রাঙ্গা এমপি’র মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে তারা অবান্তর কথা বলছে। এসব নিয়ে মতামত দেয়াও আমি ঠিক মনে করি না। এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাই এসব গুরুত্ব দিয়ে দেখছি না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিতব্য রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।
বিডি প্রতিদিন/এমআই