রাজশাহীর বাঘা উপজেলায় গত ২১ অক্টোবর মাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় জেলেমনি (৭০) নামের এক বৃদ্ধা ফ্রিজের আবদার করেছিলেন।
জেলেমনির বাড়ি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর পারসাওতা গ্রামে। স্বামীর নাম মাদার বখস।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত ধরে জেলেমনি একটি ফ্রিজের আবদার করে বলেছিলেন, ‘বাবা, তুমি আমার বেটা, আমাকে একটা ফ্রিজ দাও। ফ্রিজ থেকে আমি একটু একটু করে খাবার বের করে খাব।’
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই বৃদ্ধার আবদার পূরণ করেন। মঙ্গলবার দুপুরে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নসিম উদ্দিনের মাধ্যমে তাকে একটি ফ্রিজ উপহার দেন। উপহার পেয়ে খুশি জেলেমনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জেলেমনির আবদার পূরণে সেদিন আশ্বাস দিয়েছিলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সেটি পূরণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক