সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টির পুনরায় সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সভাপতি- সম্পাদকের নাম ঘোষণা করেন।
এসময় দেশকে ও দেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, প্রয়োজনে অপ্রয়োজনীয় মেগা প্রকল্পগুলো বন্ধ করা ও ইউক্রেন যুদ্ধ ও করোনা দুর্যোগের কারণ দেখিয়ে ঋণের কিস্তি স্থগিত রাখতে হবে। বিদ্যুতের সমাধান করতে হবে, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, দেশের রিজার্ভ রাখতে, নইলে আমাদের শঙ্কাই বাস্তবতায় রুপ নিবে। দেশ শ্রীলংকার মতোই দেউলিয়া হয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বিশেষ বক্তা ছিলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এর আগে বিকেল ৩ টার মধ্যেই রংপুর নগরীর ৩৩ টি ওয়ার্ড থেকেই জাতীয় পাটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।
উল্লেখ্য, মহানগর জাপার দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছিল ২০১৭ সালে। এর পরে ২০১৮ সালের আগস্টে পূর্বের কমিটি বহাল রেখে দুই বছরের জন্য আগের কমিটি অনুমোদন দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল