বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোতয়ালী মডেল থানার সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর বাকলার মোড় থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল। এর আগে গত ১০ নভেম্বর উপ পরিদর্শক মেহেদী হাসানকে আসামি করে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই নারীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, এক নারীর মোবাইল ফোনে একটি অশ্লীল ছবি পুঁজি করে সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক মেহেদী হাসান তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সন্মানহানীর ভয় দেখিয়ে তার কাছ থেকে উৎকোচ আদায় করে সে। এ ঘটনায় ১০ নভেম্বর ওই নারীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এর কয়েক মাস আগে উৎকোচ আদায়ের অভিযোগে উপপরিদর্শক মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএ