রংপুর নগরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর পরশুরাম এলাকার লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কের মামা ভাগ্নে মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ফরুক আহমেদ। তিনি হাতিবান্ধা উপজেলার মধ্যম কদমা এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা এলাকার লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কের মামা ভাগ্নে মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার ৭৮৯ পিস ইয়াবাসহ ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই