রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম সরকারের ভাই আরিফুল আলমকে (৪২) গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ আরিফুল আলমও বিএনপির সদস্য ছিলেন। তবে তিনি এখন রাজনীতির সঙ্গে যুক্ত নন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বোয়ালিয়া থানাধীন রাজার হাতা সিটি কলেজের সামনে প্রধান সড়কের উপরে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফুলের বাম পায়ের উরুতে গুলি করেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব।
স্থানীয়রা আহত আরিফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎক তাকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
আহত আরিফুল আলম জানিয়েছেন, রাজিব প্রথমে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। একপর্যায়ে বাম পায়ের উরুতে গুলি করে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয় কোন্দলে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা শুনেছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ