শিরোনাম
২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৪০

রাজশাহীতে পুলিশি অভিযানে একদিনে আটক ২১

অনলাইন ডেস্ক

রাজশাহীতে পুলিশি অভিযানে একদিনে আটক ২১

প্রতীকী ছবি

রাজশাহীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১০ জনই ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ৭ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। অন্যান্য অপরাধে বাকি ৪ জন আটক হয়েছেন।  

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষায় এটি আমাদের নিয়মিত অভিযান।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর