২৭ ডিসেম্বর, ২০২২ ১১:১২

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফল বিক্রেতা নিহত

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফল বিক্রেতা নিহত

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার রাতে যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে। বর্তমানে কাজলা বউবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভ্যানে করে ফল বিক্রি করতেন তিনি। রাতে কাজ শেষ করে ভ্যান নিয়ে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ফলের আড়তের সামনে ভ্যান চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, আশেপাশের কেউ ওই যানবাহন সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। আর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর