রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জগুলোয় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করেছেন সদস্যরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, দুপুর থেকে রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর ও আশকোনার অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান পরিচালনা করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ ১৩ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল