৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:২৬

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০

ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। 

গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী। অর্থাৎ সারাদেশের মধ্যে ভালো ফলাফল করলেও রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে গত বছরের তুলনায়। আর এবারও রাজশাহী বোর্ডে ছেলেদের তুননায় মেয়েরা ভালো ফলাফল করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় অংশ নিয়েছিল ১ লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬৬ হাজার ৯৪৩ জন ছাত্র এবং ৫৯ হাজার ৭৫৭ জন ছাত্রী ছিল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর