বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৮৬.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। গতবার সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় পাসের হার ছিল ৯৫.৭৩ ভাগ। এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে।
বিভাগের ৬ জেলায় পাসের হারে এগিয়ে ভোলা জেলা। বোর্ডের অধীনে মোট ৩৩১ কলেজের মধ্যে ৩৪টি কলেজের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে ইংরেজি বিষয়ে প্রত্যাশিত ফল হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ফলাফল ঘোষণা করেন।
এবার বরিশাল শিক্ষা বোর্ডে ৬৩ হাজার ১৮১ জন পরীক্ষার্থী আইসিটি বাদে সকল বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৩ হাজার ৮০৭ জন পাস করে। পাসের হার ৮৬.৯৫ ভাগ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। মেয়েদের পাসের হার ৮৯.৪১ ভাগ এবং ছেলেদের পাসের হার ৮৪.৩৯ ভাগ।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯.৯৭ ভাগ, মানবিকে ৮৬.০১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭.০৭ ভাগ। এবার বোর্ডের অধীন মোট ৩৪টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডে জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে ভোলা ৯২.০৯ ভাগ। দ্বিতীয় স্থানে বরিশাল জেলা ৯১.১২, ঝালকাঠি ৮৮.২৫, পিরোজপুর ৮৮.১৮, বরগুনা ৮৭.৮৩ ভাগ এবং সর্বনিম্ন ৭৩.৭৫ ভাগ।
দুপুরের পর কলেজগুলোতে ফলাফল প্রকাশের পর আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন শিক্ষার্থীরা। এছাড়া অনলাইনেও ফল জেনে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন তারা। এ সময় শিক্ষক এবং অভিভাবকদের ভালো ফলের কৃতিত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। সন্তানদের ভালো ফলে খুশি অভিভাবকরাও।
এবার ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফলাফল করতে পারেনি বলে ফল ঘোষণার সময় জানান পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
বিডি প্রতিদিন/এমআই