রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার ১৩ দশমিক ৩৫ শতাংশ পাশের হার কমেছে। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ জন। গত বছরের চেয়ে এভার জিপিএ-৫ কমেছে ১৩ হাজার ৭৬৫ জন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারও রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পাশ এবং শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এখানে ৫৩ জন পরীক্ষা দিয়েছিলেন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা ও মেকুরা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে।
এবার দিনাজপুর বোর্ডে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫৫ জন এবং ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৭৬ জন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৩ জন। এর মধ্যে পাশ করেছেন ৭৮ হাজার ৮৪৯ জন। বিভাগের ৮ জেলায় ৬৭১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ২২ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ২৪টি, শূন্য পাশের হার ১৩টি কলেজে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রংপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫১ জন। এর পরেই রয়েছে দিনাজপুরে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩২ জন। এছাড়া গাইবান্ধায় এক হাজার ২৬৫ জন, নীলফামারীতে এক হাজার ৪৬০ জন, কুড়িগ্রামে ৬৮৭ জন, লালমনিরহাটে ৫৬৫ জন, ঠাকুরগাঁওয়ে ৬৮৩ জন এবং পঞ্চগড়ে ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/শফিক