বগুড়ার শিবগঞ্জে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা নাসিমা বেগমকে (৩৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, আটক নাসিমার পরকীয়া জানতে পারলে তিনি ও তার পরকীয়া প্রেমিকের যোগসাজশে স্বামীকে হত্যা করে কলাক্ষেতের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হলে নাসিমা জামিনে মুক্তি পায়।
বর্তমানে ওই মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে হলে স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক