নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন আদায়সহ ১০ দফা দাবি বাস্তবায়নে বরিশালের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। এদিকে এই কর্মসূচির পাল্টা হিসেবে সব ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে পুলিশ থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১টায় বরিশাল জেলার ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন এবং জেলা (দক্ষিণ) বিএনপি’র সদস্য সচিব আবুল কালাম শাহিন। সরোয়ার ও শিরিনের নেতৃত্বে স্থানীয় বিএনপি’র পদযাত্রা কাগাশুরা বাজার প্রদক্ষিণ করে।
এদিকে বিএনপি’র পদযাত্রার পাল্টা হিসেবে অদূরে শান্তি সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকাল ১১টায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে শান্তি সমাবেশ করে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহতাব হোসেন সুরুজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. খালেক হাওলাদারসহ অন্যান্যরা।
অপরদিকে জেলার উজিরপুরের বামাইল এলাকায় ইউনিয়ন বিএনপি’র পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। হামলায় বিএনপি’র অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দোহা আজাদ।
বিডি প্রতিদিন/হিমেল