বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়রের সহধর্মীনি লিপি আবদুল্লাহ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, জেলা কমিটির সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে ও দিলীপ কুমার ঘোষ, অমর কুমার পুশিলাল এবং কিশোর কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্ম-বর্নের মানুষ একসাথে বসবাস করছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে অনন্য। সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান মেয়র সাদিক।
এর আগে মেয়র ও তার পত্নি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল