বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি এখন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলছে। কিন্তু বিএনপির আমলে বাংলাদেশ ছিল সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতিবাজদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তারা প্রতিষ্ঠিত করেছে। বিএনপি আমলে সে রাষ্ট্রের স্লোগান ছিলো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান। খালেদা জিয়াকে জনগণের তোপের মুখ পদত্যাগে বাধ্য হতে হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি খুলনায় যুবলীগের প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন। নগরীর লোয়ার যশোর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসএম কামাল আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারী হচ্ছে বিএনপি। সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতিবাজের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলন মানেই পেট্রোল আর গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারা। বিএনপি এবার একইভাবে আন্দোলন করতে চাইলে তাদেরকে রাস্তায় নামতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি সাধারণ মানুষের কোনো সমর্থন পায়নি। আগামীতেও সাধারণ মানুষের সমর্থন তারা পাবে না।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আলী আকবর টিপু।
বিডি প্রতিদিন/হিমেল