২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১২

১৯৪৮ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল: নঈম নিজাম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯৪৮ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল: নঈম নিজাম

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেছেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। বাংলাদেশের সৃষ্টির কথা বলতে হলে বঙ্গবন্ধুর কথা বলতে হবে। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা একটানা ক্ষমতায় থাকার কারণেই দেশে এতো উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। অনেকে বলেছে পদ্মা সেতু অসম্ভব। নেত্রী সেই অসম্ভবকে সম্ভব করেছেন। ভাবুন আজ নদীর নিচ দিয়ে ট্যানেল নির্মাণ হয়েছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় আগামীতে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সারা বিশ্বে বাংলাদেশ অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে। 

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি সফর আলী কলেজের ৪ দিনব্যাপী অনুষ্ঠিত একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ১৯৭২ সালে আমেরিকা বলেছিল বাংলদেশ তলাবিহীন ঝুড়ি। আর সেই আমেরিকা বাংলাদেশে এসে এখন বলে যায়, বাংলাদেশ উন্নত দেশের তালিকায় অগ্রগামী।

অনুষ্ঠানে সমাপনী বক্তা আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন, ১৯৯১ সালে দেশের দুঃশাসনের বিরুদ্ধে সত্য লেখনির মাধ্যমে আজকের প্রধান অতিথি নঈম নিজাম আমাদের উৎসাহিত করেছিলেন। সেই দুঃশাসনের সময় আমাদের এ প্রধান অতিথির বলিষ্ঠ লেখায় দুঃশাসনের রক্তের হোলি খেলা বন্ধ করতে বাধ্য হয়েছিল তারা।

তিনি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আড়াইহাজারে ১২৪ টি প্রাইমারি স্কুল ৬টি উচ্চ বিদ্যালয় ও ৭টি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আড়াইহাজারে ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষারও ব্যাপক উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন। আরও বক্তব্য রাখেন প্রধান আলোচক নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হোসেন স্মিথ ও এমপি নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ডা. সায়মা আফরোজ ইভা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি হাফিজুর রহমান সজীব,  উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান নোমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর