রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণের ঘটনায় দুই যুবক দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ এর নিকেতন সোসাইটির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)। ঘটনার পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, ‘আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বাড়িটি ছয়তলা। পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। সকাল ৬টা ৫৩ মিনিটে আগুন নেভানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।’ বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, ‘গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শঙ্কটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।’
বিডি-প্রতিদিন/শফিক