বরিশাল মহানগরীর তিন থানা এলাকায় পদযাত্রা করেছে বিএনপি। তবে সমমনা দলগুলোর এই পদযাত্রায় অংশ নেওয়ার কথা থাকলেও তাদের দেখা যায়নি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মহানগরীর তিনটি থানা এলাকায় পৃথক কর্মসূচি পালন করে মহানগর বিএনপি।
বেলা ১১টায় নগরীর কাউনিয়া টেক্সটাইল মিল এলাকায় কাউনিয়া থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এদিকে একই সময় নগরীর আমতলা এলাকায় কোতয়ালী থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।
অপরদিকে একই সময়ে কাশিপুর বাজারে এয়ারপোর্ট থানা ইউনিটের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী সোহেল। পৃথক সমাবেশ শেষে আমতলা থেকে কোতয়ালী ইউনিটের পদযাত্রার নেতৃত্ব দেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। পদযাত্রাটি চাঁদমারি গিয়ে শেষ হয়।
এদিকে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বাধীন কাউনিয়া থানা ইউনিটের পদযাত্রাটি আমানতগঞ্জ এবং কাশিপুর থেকে বিমানবন্দর থানা ইউনিটের পদযাত্রাটি নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
বিএনপির পদযাত্রা ঘিরে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি স্থানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই