বরিশালে ‘প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার এডামস্ পার্কে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশু আগামীর ভবিষ্যত। এই শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শিক্ষকদের প্রধান ভূমিকা নিতে হবে।
তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতাসহ দেশাত্মবোধের সাথে প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসম রাফি জুয়েল।
সভায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত