রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানের জাকের সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কাউন্সিলর আউয়াল হোসেনসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। একইসঙ্গে আউয়ালকে দেয়া পার্কিং ইজারা বাতিল করে মালিক সমিতির অধীনে দেয়ার দাবি জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রকে স্মারকলিপি দিয়েছেন তারা।
জানা গেছে, বেলা ১২টার দেিক ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেট, সিটি প্লাজা ও নগর প্লাজার সহস্রাধিক ব্যবসায়ী এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা মিছিল নিয়ে ডিএসসিসি ভবনে গিয়ে মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপসের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ফিরোজ আহমেদের বিরুদ্ধে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। একই সঙ্গে মার্কেটে চাঁদাবাজি বন্ধ ও শাস্তি বজায় রাখার স্বার্থে কাউন্সিলর আউয়াল হোসেনকে দেয়া ইজারা বাতিল করে মার্কেট সমিতির অধীনে পার্কিং ইজারা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে বংশাল থানার ওসি মজিবুর রহমান জানান, ব্যবসায়ী ফিরোজকে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ফুলবাড়িয়ার তিন মার্কেটে পার্কিং ইজারা নেওয়ার পর থেকেই কাউন্সিলর আউয়াল বাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মাঠে নামে। এতে কাউন্সিলর আউয়াল ও তার বাহিনীর সদস্যরা চরম ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জাকের মার্কেট মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদকে আউয়াল ও তার ক্যাডার বাহিনী হত্যাচেষ্টা চালায় বলে ব্যবসায়ীদের অভিযোগ।
বিডি প্রতিদিন/আরাফাত