৯ মার্চ, ২০২৩ ২২:৩৩

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীতে হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে আনুমানিক ৩৫ বছরের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শাকিল নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি শাহবাগের ফুলের দোকানে চাকরি করি। বাসায় যাওয়ার পথে হাইকোর্টের সামনে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বুকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিলের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

 
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর