১৯ মার্চ, ২০২৩ ১১:৫২

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ পোস্তগোলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. কুরবান আলী (৩০)।

কুরবান আলীর ভাই মো. সাদিকুর রহমান বলেন, ‘আমার ভাইয়ের লেদ মেশিনের ব্যবসা আছে। রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পোস্তগোলা মাদরাসার সামনে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর