১৯ মার্চ, ২০২৩ ১৮:১০

বরিশালে কলেজ শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কলেজ শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রিজনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সরকারী বরিশাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

গত ১৫ মার্চ সন্ধ্যায় নগরীর কাশীপুর ইছাকাঠি সড়কে শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রিজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে কিশোর সন্ত্রাসী গ্যাং। এতে তার পেট কেটে নারী-ভুড়ি বের হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রিজন।

এ ঘটনায় রিজনের পরিবার নগরীর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ কিশোর সন্ত্রাসী গ্রেফতার হলেও অপর ৪ আসামি পলাতক থেকে রিজনের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে রিজনের পরিবার। 

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কিশোর সন্ত্রাসী গ্যাংয়ের কঠোর বিচারের দাবিতে আজ সকাল ১১টায় নগীর সদর রোডে মানববন্ধনের আয়োজন করে সরকারি বরিশাল কলেজের সাধার শিক্ষার্থীরা। এতে বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, কাশীপুর স্কুল এন্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় এবং সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। 

এদিকে এ মামলার পলাতক ৪ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ওসি হেলালউদ্দিন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর