২৬ মার্চ, ২০২৩ ১০:৫২

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। রবিবার সূর্যোদয়ের সাথে সাথেই কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ যুবলীগ, বীর মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর