নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক আটকের জেরে ২৫ বসতবাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন মাদক কারবারিরা। বুধবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে। এসময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেন তারা।
ভুক্তভোগীরা জানান, চনপাড়া বস্তির মাদক কারবারি সমসের ও সাহাবুদ্দিনের ১০ কাটুন বিয়ার বুধবার বিকালে আটক করে স্থানীয় মানুষ। এর জের ধরে ২৫ ব্যক্তির বসতবাড়িতে তালা ঝুলিয়ে দেন সমসের ও সাহাবুদ্দিন। এসময় তালা ঝুলাতে বাধা দিলে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, সমসের ও সাহাবুদ্দিন স্থানীয় এমপির সমর্থনে চনপাড়া বস্তিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অপরদিকে তারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়ার সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত। বুধবার বিকালে বিয়ার আটকে তাদের হাত থাকতে পারে সন্দেহে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের শাজাহান ভূঁইয়াবলয়ের আওয়ামী লীগ নেতা ওসমান গনি বাবুল, লোকমান ভান্ডারী, মহিলা লীগ নেতা স্বপ্না আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম গাজীসহ ২৫ জনের বাড়িতে তালা ঝুলিয়ে দেন সমসের ও সাহাবুদ্দিন। এসময় জসিম গাজী তালা মারতে বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন সমসের, সাহাবুদ্দিন ও তাদের লোকেরা।
খবর পেয়ে চনপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দেয়।
স্থানীয়রা জানান, গত একযুগ যাবত রূপগঞ্জের এমপির প্রত্যক্ষ মদদে সমসের ও সাহাবুদ্দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। তাদের দুজনের বিরুদ্ধে কেবল রূপগঞ্জ থানায় তিন ডজনের অধিক মামলা রয়েছে। তারপরও ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকার কারণে পুলিশ তাদের গ্রেফতারের সাহস পাচ্ছে না।
২৫ বাড়িতে তালা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে চনপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে সমসের যতোই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।