ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি দেওয়ায় বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধায় জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক চিঠিতে এ তথ্য জানা গেছে। নোটিশ প্রাপ্তির পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত ১১টায় সুজন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে আত্মহত্যার হুমকি দেন। এ ঘটনার পর সুজনের আত্মহত্যার হুমকির বিষয়টি ভাইরাল হয়ে যায়। বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের দৃষ্টিতে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ