২ এপ্রিল, ২০২৩ ২১:০৪

শিক্ষার্থীদের হাতে হাতে গোলাপ অর্কিড ও অ্যাডেনিয়াম

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষার্থীদের হাতে হাতে গোলাপ অর্কিড ও অ্যাডেনিয়াম

কুমিল্লায় শতাধিক বাগানি ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় সহস্রাধিক চারা, বীজ ও কাটিং। এগুলোর মধ্যে ছিল গোলাপ, অর্কিড, হয়া, অ্যাডেনিয়াম, ক্যাকটাস, গ্রিন লিফ, জলজ গাছ ইত্যাদি। কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয় দোলন চাঁপা, শিউলি, গোলাপ, জবা, মালবেরিসহ ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ। পরিবেশ সরংক্ষণ এবং দূষণ কমাতে এই আয়োজন করে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি।

সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আবু নাঈমের আয়োজনে রবিবার ভাষাসৈনিক অজিতগুহ কলেজ ক্যাম্পাসে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা বাড়াতে অবহিতকরণ সভা। সভায় ভাষাসৈনিক অজিতগুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক আবু জাহের, প্রভাষক মমতা আক্তার ও মাহবুব সুমন উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষার্থী ডালিয়া আক্তার জানান, জীবনে প্রথমবারের মতো কোনো সংগঠন থেকে বিনামূল্যে চারা পেয়েছি। এতে আমার বাগান করার স্পৃহা বেড়ে গেছে।

কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, আমার কলেজে এমন আয়োজন করায় গার্ডেনার্স সোসাইটিকে ধন্যবাদ। বিনামূল্যে তাদের এমন সবুজ বিতরণ কার্যক্রম প্রশংসনীয়। 

কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আবু নাঈম জানান, বিগত এক দশক বৃক্ষ রোপণসহ পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছি। সবাই সচেতন হলে আমাদের দেশের পরিবেশ দূষণ কমানো সম্ভব। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর