রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৩০) নামে এক যুবক মারা গেছেন। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান ছিলেন।
রবিবার বিকাল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।বিডি প্রতিদিন/আরাফাত