রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. নেকবর আলী (১৮)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নেকবর নরসিংদীর রায়পুরা থানার বড়তলী খামারপাড়া গ্রামের মো. শওকত আলী ছেলে। বর্তমানে শ্যামপুর আইজিগেট এলাকার ৩২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
নেকবরের বাবা মো. শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি পেশায় একজন অটোরিকশাচালক। ছেলে আমার কাছে কিছু টাকা চাইলে আমি ওকে বলি, এখন টাকা কোথায় পাবো। এ কথা শুনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ