৮ এপ্রিল, ২০২৩ ১১:৩৬

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ। তার বয়স আনুমানিক (৬৫) বছর। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ৮টায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তায় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। পরে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়ার পর মর্গে রাখেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর