৮ এপ্রিল, ২০২৩ ১৫:৪১

বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে সদর উপজেলা বিএনপি’র ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু, শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমজি ফারুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু ও মন্টু খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর