রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সংবাদকর্মী কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাসাটির ছাদের একটি চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তর গ্রামের ইতালিপ্রবাসী আরিফ হোসেন মিঠুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম সজিব বলেন, দুপুরে খবর পেয়ে লেক সার্কাস রোডের অষ্টম তলায় তার রুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে কালো কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তার বন্ধু ইফতিয়াক হোসেন বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া একটি মেয়ের সঙ্গে তার পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল। মেয়েটিকে খুবই ভালোবাসতো সে। তার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে হৃদয়।'
বিডি প্রতিদিন/আরাফাত