খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি সম্পর্কে অবগত করতে এবং তা প্রতিপালনের জন্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের একান্ত সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার খুলনা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এই চিঠি প্রেরণ করেন।
এতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রীদ্বয় ১২ মে থেকে ১৪ মে খুলনায় অবস্থান করবেন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন বিধিমালা (নির্বাচন আচরণ), যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে ওই ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে, তিনি কেবল নিজের ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, এই চিঠিকে নোটিশ বলা যাবে না, তাদেরকে শুধুমাত্র নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত ও তা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ