ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে ১৩ জন শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।আর এমসিকিউর উত্তর বলে দেওয়ায় এমদাদুল হক নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার আইসিটি পরীক্ষা চলাকালে তাদের প্রত্যাহার ও কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন ধামরাইয়ের জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক। ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্র নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বুধবার আইসিটি বিষয়ের পরীক্ষায় এমসিকিউর উত্তরপত্রের সেট কোড পরিবর্তন করে ৮৬ জন পরীক্ষার্থীকে উত্তর বলে দেওয়ার অভিযোগে তাকে হাতে নাতে আটক করা হয়। এরপর তাকে দুই বছরের কারাদণ্ড দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এছাড়া দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্র নবযুগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শিক্ষক আবজাল হোসেন, আঞ্জুমান আরা, ইয়াকুব আলী, হেলাল উদ্দিন, জাকির হোসেন, আবুল কাশেম, আব্দুল আলীম, মুক্তা রাণী পাল, ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক আবু তাহের, মর্জিনা বেগম, তাসলিমা আক্তার, নাঈম হোসেন ও আব্দুল আলী।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এসএসসির আইসিটি পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলার কারণে ১৩ জন শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং নবযুগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এমদাদুল হক নামে এক শিক্ষক আইসিটি বিষয়ের পরীক্ষায় ৮৬ জন পরীক্ষার্থীকে এমসিকিউর উত্তরপত্রের কোড পরিবর্তন করে উত্তর বলে দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ