নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হবে। আচরণবিধিটা পরিপূর্ণভাবে প্রতিপালিত হবে। প্রার্থীরা করবে, সবাই করবে। রাজশাহীর প্রার্থীরা এখন পর্যন্ত যেভাবে আচরণবিধি মেনে চলছেন, তাতে একটা সুন্দর নির্বাচন করা সম্ভব হবে। শুক্রবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, যেটুকু এলাকা ঘুরে দেখেছি, আগে থেকে সাঁটানো পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এটা একটা পজেটিভ দিক বলে আমি মনে করি। সবাই মিলে যদি আচরণবিধি মেনে চলে নিশ্চয় একটা সুন্দর নির্বাচন হবে।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে যে ইভিএম মেশিন ব্যবহৃত হবে তা আগের চেয়ে আধুনিক। ফলে নির্বাচনের পূর্বে ইভিএম নিয়ে যে জটিলতা দেখা দিতো তা বহুলাংশে কমে আসবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষে লাগানো হবে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোন জটিলতা সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। নতুন বিধিমালা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে উল্লেখ করে অচিরেই তা নিরসন হবে বলেও জানান তিনি।
বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল