২৭ মে, ২০২৩ ২২:১২

মানুষ কতটা কষ্টে আছে বাজারে গেলেই বুঝা যায় : সেলিমা রহমান

গাজীপুর প্রতিনিধি

মানুষ কতটা কষ্টে আছে বাজারে গেলেই বুঝা যায় : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গাজীপুরে সরকারি দলের পরাজয়ের মাধ্যমে সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা। মানুষ কতটা কষ্টে আছে তা বাজারে গেলেই বুঝা যায়। 

কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত জেলা ও মহানগর পর্যায়ের জনসমাবেশের অংশ হিসেবে শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলে সেলিমা রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। আমাদের বিজয় সুনিশ্চিত। এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।  

গাজীপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। 

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবীর খান, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন, মো. হেলাল উদ্দিন, শাহজাহান ফকির, রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ। 

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিল দল, শ্রমিকদল, কৃষকদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর