৩০ মে, ২০২৩ ১১:৪৮
খুলনা সিটি নির্বাচন

প্রার্থীদের সাথে সিইসি’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রার্থীদের সাথে সিইসি’র মতবিনিময়

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল সাড়ে দশটায় খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি আছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। এছাড়া সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলাবপুলিশ সুপার মাহবুব হাসান।

মতবিনিময় সভায় খুলনার মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর