ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কার্যক্রম শুরু করা হয়েছে। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশে আজ বুধবার এই অভিযান শুরু করা হয়।
এ ধারাবাহিকতায় ৫০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুম মোল্লা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মো. মনিরুজ্জামান, সচিব ৫০ নম্বর ওয়ার্ড। এছাড়া মো. রমজান মোল্লাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন, মশক ডিপার্টমেন্টের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই