রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতারকৃতরা হলেন- মো.ফজলু মিয়া (৪৫), হেলাল মিয়া (৩২), মো.আকতার (৪০) ও মির্জা মোহাম্মদ জিকু (৪৬)।
আজ র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৩ জুন) রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন